শুক্রবার, ০২ মে ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন

বাঙলা কলেজে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন।

মোঃ হোসাইন ইসলাম,সরকারী বাঙলা কলেজ প্রতিনিধি। / ২৩৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২

বাঙলা কলেজে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস(২০২২) উপলক্ষে সরকারি বাঙলা কলেজে কেক কাটা, চিত্রাংকন, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ১০টায় নতুন অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় বাঙলা কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. ফেরদৌসী খান পপি এবং উপধ্যক্ষ প্রফেসর জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর মিটুল চৌধুরীসহ  বাঙলা কলেজ ছাত্রলীগের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে অধ্যক্ষ ড. ফেরদৌসী খান পপি বলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকীতে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার যে প্রত্যাশা তা বঙ্গবন্ধু কন্যার সুযোগ্য নেতৃত্বে সফলতার দ্বারপ্রান্তে। আজকের শিশুরা যারা ভবিষ্যতে নেতৃত্ব দিবে তারা যেন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে উঠে সেই প্রত্যাশা ব্যক্ত করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর