মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন

বেলকুচিতে চোরাই মোবাইলসহ,দুই মহিলা চোর আটক।

বেলকুচি(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ / ৬৯৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২

বেলকুচিতে চোরাই মোবাইলসহ,দুই মহিলা চোর আটক।


সিরাজগঞ্জ বেলকুচিতে চারটি ভ্যানেটি ব্যাগ ও ৪ টি চোরাই মোবাইলসহ মহিলা চোর সিন্ডিকেটের দুই সদস্যকে আটক করেছে থানা পুলিশ। বুধবার বিকালে উপজেলার মুকুন্দগাঁতী বাজারে অভিযান পরিচালনা করে  তাদের আটক করা হয়।এসময় তাদের নিকট থেকে ভ্যানেটি ব্যাগ ও মোবাইল উদ্ধার করা হয়। আটকরা হলেন, উল্লাপাড়া থানার শ্যামলীপাড়া পশ্চিমপাড়া এলাকার সাচ্চু মন্ডলের স্ত্রী শিরিনা বেগম (২৭) ও একই এলাকার মোমিন প্রমানিকের মেয়ে সোনিয়া বেগম (২২)। এ সময় তাদের সাথে থাকা চোর সিন্ডিকেটের অপর মহিলা সদস্য সীমান্ত কৌশলে পালিয়ে যায়।

বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, উপজেলার মুকুন্দগাঁতী বাজার থেকে চোরাই চারটি ভ্যানেটি ব্যাগ ও চারটি মোবাইলসহ মহিলা চোর সিন্ডিকেটের দুইজন সদস্যকে আটক করেছি। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর