সোমবার, ১২ মে ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ন

কুলাউড়ায় পলাতক আসামি গ্রেপ্তার।

এলিসন সিঙ,মৌলভীবাজার প্রতিনিধিঃ / ১৪৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ মার্চ, ২০২২

কুলাউড়ায় পলাতক আসামি গ্রেপ্তার।


কুলাউড়া থানা পুলিশের অভিযানে এক পলাতক আসামিকে  কুমিল্লা জেলার মুরাদনগর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে।

শনিবার (১৯মার্চ) গভীর রাতের জাকির হোসেন (২১) নামের ওই আসামীকে গ্রেপ্তার করে কুলাউড়ায় নিয়ে আসা হয়।

 গ্রেপ্তারকৃত জাকির উপজেলার কাউকাপন এলাকার মৃত সামছুল হক বাচ্চুর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায় ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর মধ্যরাতে উপজেলার কাউকাপন-কটারকোনাগামী পাকা রাস্তায় আসামি জাকির হোসেন ও তার অন্যান্য সহযোগীরা একত্রিত হয়ে কাউকাপন বাজারে বন্ধু ভেরাইটিজ স্টোরের ব্যবসায়ী স্বপন চন্দ্র দে (৩০) কে মারধর করে গুরুতর জখম করে নগদ ২ লক্ষ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়।

এ ঘটনায় স্বপনের পিতা প্রতাপ চন্দ্র দে থানায় বাদী হয়ে মামলা দায়ের করলে অভিযানে নামে পুলিশ।

অভিযানে জাকিরের সহযোগী কাবুল মিয়াকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলেও আত্মগোপনে চলে যায় প্রধান আসামি জাকির হোসেন।প্রায় ৬ মাস পর তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়ের দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই মো. কামরুল হাসান সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার মুরাদনগর থানার কোম্পানীগঞ্জ বাজার থেকে জাকিরকে গ্রেপ্তার করে কুলাউড়ায় থানায় নিয়ে আসা হয়।বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, আসামি জাকিরকে গ্রেপ্তার করে রোববার (২০ মার্চ)  আদালতে সোপর্দ করা হয়েছে।.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর