বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৪:১২ অপরাহ্ন

বাঘায় মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন।

মোঃ মোস্তাফিজুর রহমান, বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ / ১৬৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২

বাঘায় মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন।

রাজশাহীর বাঘায় মঙ্গলবার (২২ মার্চ) বিকেল ৩ টায় উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা ফিটা কেটে ও বেলুন উড়িয়ে দুইদিন ব্যাপি মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন করেন। মেলায় উদ্বোধন শেষে উপজেলা চত্বরে বটমুলে আলোচনা সভা অনুষ্টিত হয়। আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা। উপজেলা সমবায় ও পল্লী উন্নয়ন অফিসার এমরান হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা সহকারি কমিসনার (ভূমি) মনিরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আহমেদ, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান রিজিয়া আজিজ সরকার, কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান প্রমুখ।

এ মেলায় ৩০টি স্টল বসানো হয়েছে। আলোচনা শেষে স্টল পরিদর্শন করেন নির্বাহী অফিসার সহ সহকারী কমিসনার। উপজেলার সকল নিজ নিজ দপ্তর থেকে যে সমস্ত সেবা দেওয়া হয়। সে লক্ষে মেলায় আসা দর্শার্থীদের বুঝিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া সন্ধ্যায় উপজেলা চত্বরে বটমুল মঞ্চে চ্যানেল আই এর সেরা কন্ঠের শিল্পী শান্তনা গান পরিবশেন করবেন। এর আগে কবিতা আবৃতি প্রতিযোগিতা অনুষ্টিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর