শনিবার, ১৭ মে ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন

মাধবপুরে দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে ডাকাতি প্রস্তুতি কালে ৪’জন গ্রেফতার।

মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ / ১৩৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২

মাধবপুরে দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে ডাকাতি প্রস্তুতি কালে ৪’জন গ্রেফতার।

হবিগঞ্জের মাধবপুরে শাহজীবাজার এলাকায় ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জ গ্যাস ফিল্ডে যাওয়ার রাস্তার মোড়ে ৮/৯ জনের ডাকাতদল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতি করার প্রস্তুতি নিয়া অবস্থান ৪জন ডাকাত দলের সদস্য গ্রেফতার করা হয়েছে।

সোমবার ২১মার্চ ভোর রাত্রে ০৩.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার এসআই মানিক কুমার সাহা ও এসআই অনিক চন্দ্র দেব সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করিয়া মাধবপুর থানাধীন ১১নং বাঘাসুরা ইউপিস্থ শাহজীবাজার সাকিনস্থ ঢাকা-সিলেট গামী মহাসড়কের হবিগঞ্জ গ্যাস ফিল্ডে যাওয়ার রাস্তার মোড়ে ৮/৯ জনের ডাকাতদল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতি করার প্রস্তুতি নিয়া অবস্থান করিলে ৪জন ডাকাত দলের সদস্য গ্রেফতার করতে সক্ষম হন।
গ্রেফতারকৃত ৪ জন ডাকাতরা হলেন হবিগঞ্জ জেলার বানিয়াচং থানাধীন নোয়াপাতারিয়া গ্রামের আব্দুল মানিক মিয়া (৪০) মৃত সরাফত উল্লাহ ছেলে। হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার জগতপুর গ্রামের মনসুর রহমান @ মসুর (৪৫), আবু রহিম মিয়া ছেলে। ওই উপজেলার (০৪নং ওয়ার্ড) বিরামচর গ্রামের মোঃ কবির মিয়া (৩০), ছালেক মিয়া @ আবু মিয়া ছেলে।মাধবপুর উপজেলার ৯নং নোয়াপাড়া ইউনিয়নের পূর্ব ইটাখোলা গ্রামের মোঃ মহিউদ্দিন (২৭) মৃত কালা মিয়া ছেলে।
গ্রেপ্তারকৃত ডাকাতের কাছ থেকে আলামত গুলো হলেন ০১টি মাইক্রো, ০২টি ধারালো চাকু, ০১টি বাটাল, ০১টি দা, ০৪টি লাইলনের রশি উদ্ধার করা হয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুর রাজ্জাক জানান, অন্যান্য ডাকাতরা কৌশলে পালাইয়া যায়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আসামীগণ কর্তৃক প্রদত্ত তথ্য মোতাবেক তাহাদের অভ্যাসগত ভাবে চোরাইকৃত ০১টি গেরাইনিং মেশিন ও ০৪টি ইজিবাইক (টমটম), মূল্য অনুমান- ৩,২০,০০০/- টাকা ২১/০৩/২০২২ খ্রিঃ সকাল ০৭.১০ ঘটিকার সময় মাধবপুর থানাধীন ০৭নং জগদীশপুর ইউপিস্থ জগদীশপুর বাজারের জনৈক শাহ আলম এর মটরশপ হইতে উদ্ধার করেন।ডাকাতের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি মামলা রুজু করে গ্রেফতারকৃত ডাকাতদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর