মাধবপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার।
গ্রেফতার এড়াতে ১৩ বছর আরব আমিরাতে পালিয়ে থাকার পরও শেষ রক্ষা হলোনা দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি পেয়ার হোসেনের। অবশেষে পুলিশের খাঁচায় বন্ধি হলো।
জানাযায়, হবিগঞ্জের মাধবপুর উপজেলার উত্তর বড়ক গ্রামের সামসু মিয়ার পুত্র পেয়ার হোসেনের নামে ২০০৫ সালে সুনামগঞ্জ জেলার ছাতক থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের হয়। ঐ মামলায় পেয়ার হোসেনের দুই বছরের সাজা দেন সুনামগঞ্জ জেলার বিজ্ঞ আদালত। এরপর থেকেই পালিয়ে নিজেকে বাঁচার চেষ্টা করে পেয়ার। এক সময় গোপনে পাড়ি জমায় আরব আমিরাতের দুবাইয়ে। সেখান থেকে দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরে আসে। খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ পরিদর্শক আব্দুর কাদেরসহ একদল পুলিশ গত ২১ মার্চ রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, পেয়ার হোসেন গ্রেফতার এড়াতে দীর্ঘ ১৩ বছর সংযুক্ত আরব আমিরাতের দুবাই পালিয়ে ছিলেন। তার বিরুদ্ধে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড ছিল। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।