সোমবার, ১২ মে ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন

মাদ্রাসাছাত্রীকে উত্যক্ত করার অপরাধে স্কুলছাত্রের কারাদণ্ড।

স্টাফ রিপোর্টারঃ / ১৭৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ মার্চ, ২০২২

মাদ্রাসাছাত্রীকে উত্যক্ত করার অপরাধে স্কুলছাত্রের কারাদণ্ড।


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক মাদ্রাসা ছাত্রীকে উত্যক্ত করার অপরাধে মোঃ আনিছুর রহমান(১৯)নামের এক স্কুল ছাত্রকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

২৩ মার্চ বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উজ্জ্বল হোসেন এর ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ প্রদান করেন।

এ সময় উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত আনিছুর উল্লাপাড়ার চয়ড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং উপজেলার চান্ডালগাঁতী গ্রামের ইয়াকুব আলীর ছেলে।

উল্লাপাড়া মহিলা মাদ্রাসার সুপার মোঃ ছোরমান আলী জানান, তার মাদ্রাসার এক ছাত্রীকে কায়েকদিন ধরে আনিছুর রহমান রাস্তায় এবং মাদ্রাসার আশে পাশে নানা ভাবে উত্যক্ত করত।

আজ বুধবার বিকেলে স্থানীয় লোকজন আনিছুর রহমানকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন। বিষয়টি আমলে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল হোসেন ঘটনা স্থলে আনিছুরকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। ইউএনও উজ্জল হোসেন গনমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর