উল্লাপাড়া গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় গাঁজাসহ মোঃ আব্দুর রাজ্জাক নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান র্যাব-১২’র সদস্যরা।
বৃহস্প্রতিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে র্যাব-১২’র মিডিয়া অফিসার মেজর এম রিফাত বিন আসাদ জানান গতকাল বুধবার ২৩ মার্চ রাত ১২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চৈত্রহাটী গ্রামের আব্দুর রাজ্জাকের বসতবাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র্যাব-১২’র চৌকস অভিযানিক দল। এ সময় উদ্ধার করা হয় ২ কেজি ৮’শ ২০ গ্রাম গাঁজা।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আব্দুর রাজ্জাক উপজেলার চৈত্রহাটী গ্রামের নাছিরুল্লাহ প্রামাণিকের ছেলে।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।