গোদাগাড়ীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ডাইংপাড়া এলাকার ধানক্ষেত থেকে বৃহস্পতিবার বিকেলে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশের সদস্যরা।
পুলিশ সূত্রে জানায়,২৪ মার্চ বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২ টার সময় স্থানীয়রা ধানক্ষেতে অজ্ঞাত ব্যক্তির লাশটি পড়ে থাকতে দেখে ফোন করে থানা পুলিশকে খবর দেয়।
পুলিশ জানায় দেওপাড়া ইউনিয়নের ডাইংপাড়া এলাকার ধানক্ষেতে একটি লাশ পড়ে আছে এমন সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তি খালি গায়ে ও পরনে লুঙ্গি ছিল তার পরিচয় জানা যায়নি।
প্রেমতলি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) প্রেরণ করা হয়। পোসমাডামের রিপোর্ট পেলে হত্যার কারন বলা যাবে।