নওগাঁর মান্দায় এক যুবকের লাশ উদ্ধার ।
নওগাঁর মান্দায় ধান ক্ষেত থেকে রিপন (১৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলার কালিকাপুর ইউনিয়নের দোডাঙ্গী গ্রামের মাঠ সংলগ্ন একটি ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রিপন ঐ গ্রামের মোঃ আনোয়ার হোসেন (পাইলট) এর ছেলে বলে জানা গিয়েছে।
পুলিশ এবং পরিবারর মাধ্যমে জানা যায়, বুধবার (২৩ মার্চ) রাতে জালসা শোনার জন্য বাড়ির বাইরে যায়। দীর্ঘ সময় ধরে তাকে না পেয়ে পরিবারের লোকজন বাড়ির আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে একপর্যায়ে বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে বাড়ি থেকে অনেকটা দূরত্বে একটি ধান ক্ষেতে যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
এ ব্যাপারে মান্দা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আমরা আসল ঘটনা উদঘাটন করা হবে।