সোমবার, ১২ মে ২০২৫, ০৯:২৩ পূর্বাহ্ন

মাধবপুরে ৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ / ২১৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২

মাধবপুরে ৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।


হবিগঞ্জের মাধবপুর পৌরসভা (ডাক বাংলো) বাস স্ট্যান্ড এলাকায় থেকে নিষিদ্ধ ৫০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ স্বপন খন্দকার (৪৭) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ২৪ শে মার্চ ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার উপ-পরিদর্শক মানিক কুমার সাহা ও উপ পরিদর্শক  সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে মাধবপুর পৌরসভার (ডাক বাংলো) বাস স্ট্যান্ড এলাকায় সিলেটগামী বাস গাড়ি থেকে নামার পরে স্কুল ব্যাগে ঝুলানো অবস্থায় তল্লাশি করে ভারতীয় নিষিদ্ধ ৫০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করতে সক্ষম হন।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী স্বপন খন্দকার সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ডালরপাড় গ্রামের আব্দুল হক খন্দকারের ছেলে।

এ বিষয় সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুর রাজ্জাক জানান, মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলার রুজু করে, বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর