উল্লাপাড়ায় জোরপূর্বক জমি দখল চেষ্টার অভিযোগ।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সলপ ইউনিয়নের কৃষকগঞ্জ বাজারের পূর্ব পাশে রাস্তা সংলগ্ন ৫ শতক জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগে আদালতে ১৪৪ ধারা মতে মামলা দায়ের করেছে।
গত ২১শে মার্চ ২০২২ ইং আদালতের মামলার বিবরণে জানা যায়, সলপ ইউনিয়নের সলপ গ্রামের মৃত হাবিব রহমানের ছেলে কে এম আবু সাঈদের নিজ নামীয় কৃষকগঞ্জ বাজার সংলগ্ন রাস্তার পূর্ব পাশে
খতিয়ান নং এস,এ ৩৬১ আর,এস ৩১৬ দাগ নং সাবেক ৪৬৯ , হাল দাগ নং ৫২৪(ভিটা) ৪৫ শতক ভূমির কাতে দক্ষিণ ছাহামের রাস্তা সংলগ্ন হতে ৫ শতক জোরপূর্বক দখলের চেষ্টা করছে এলাকার প্রভাবশালী দাঙ্গাবাজ উক্ত ইউনিয়নের হাড়িভাঙ্গা গ্রামের মো, হেলাল আকন্দ গং।
বাদী, কে এম আবু সাইদ গত ২১ মার্চ সিরাজগঞ্জ আদালতে মামলা দায়েরের পরিপেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লুৎফুন নাহার, বিবাদী মো, হেলাল আকন্দ, রাশেদ আকন্দ, শাহেদ আকন্দ ও শাওন আকন্দের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি ১৪৪ ধারা মতে অভিযোগ তদন্তের জন্য সহকারী কমিশনার (ভূমি)উল্লাপাড়া ও অফিসার ইনচার্জ উল্লাপাড়া মডেল থানা কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদাণ করেছেন।