মাধবপুরে ১০’কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
হবিগঞ্জের মাধবপুর পৌরসভার শ্যামলী পাড়া আবাসিক এলাকায় থেকে শাহীদ মিয়া (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে করা হয়েছে।
জানা যায়,শুক্রবার (২৫ মার্চ) ভোর ৪টা ৪০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মাধবপুর থানার এসআই মানিক কুমার সাহা,ও এসআই অনিক চন্দ্র দেব রায়, এ এস আই সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনার করে মাধবপুর পৌরসভার ৭নং ওয়ার্ড শ্যামলী পাড়া আবাসিক এলাকায় শ্রীমা মেডিকেল হল ও কুঞ্জ ফার্মেসী সামনে পাকা রাস্তার উপর পায়ে হেঁটে একজন ব্যক্তি সাদা প্লাস্টিকের বস্তা কাঁধে নিয়ে দৌড়ে পালানোর সময় ভারতীয় নিষিদ্ধ দশ কেজি গাঁজা সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হল মোহাম্মদ শাহীদ মিয়া (২৮) মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নে হাড়িয়া গ্রামের মৃত্যু মুর্তজা আলীর ছেলে।
এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক জানান গ্রেফতারকৃত বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
Post Views: 183