শনিবার, ১৭ মে ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার।

অনলাইন নিউজ ডেস্কঃ / ২৪৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ মার্চ, ২০২২

লক্ষ্মীপুরে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার।


লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামে গলায় ফাঁস দিয়ে বিপ্লব(১৯) নামের এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে রায়পুর থানা পুলিশের সদস্যরা।

রোববার (২৭ মার্চ) সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামে নিজ বাড়ির পাশেই এই ঘটনা ঘটে।

বিপ্লব রাখালিয়া গ্রামের এলাহি বক্স হাজী বাড়ির সবুজ মিয়ার ছেলে। সে সদর উপজেলার দালাল বাজারে একটি স্টিলের আলমিরা তৈরির দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। বিপ্লবের মৃত্যুটি রহস্যজনক বলে জানান এলাকাবাসী ও স্বজনরা।এ সময় তারা জানান,নিহত বিপ্লবের গলায় পেঁচানো দড়ি একটি আম গাছের সঙ্গে বাঁধা ছিল। পা দুটি ছিল মাটির সঙ্গে লাগানো। তার কানে লাগানো ছিল হেডফোন।

বিপ্লবের মা বিলকিস বেগম বলেন, দালাল বাজারের একটি দোকানে কাজ করতো বিপ্লব। সেখানেই থাকতো সে,বাড়িতে আসতো না। ভোরে আশেপাশের লোকজন বাড়ির পাশের একটি গাছের সঙ্গে আমার ছেলে ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

তিনি বলেন,শনিবার (২৬ মার্চ) বিকেলে বিপ্লবের খোঁজে মোটরসাইকেলে করে দুই অপরিচিত লোক আমাদের বাড়িতে আসে। আমার ছেলে নাকি তাদের দোকানে কাজ করতো। তারা তখন আমাকে জানান- তাদের আড়াই হাজার টাকা নিয়ে বিপ্লব কোথায় নাকি চলে গেছে। এ কথা শোনার পর আমি তাদের বলেছি- ছেলে বাড়িতে থাকে না, যেখানে কাজ করে সেখানে থাকে। কীভাবে বা কেন ছেলের মৃত্যু হয়েছে তা বলতে পারছি না।

এ তথ্য নিশ্চিত করে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া জানান নিহত বিপ্লবের লাশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের জন্য ময়নাতদন্ত করতে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।প্রতিবেদন হাতে আসার পর মৃত্যুর রহস্য যানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর