শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন।

মোঃ আজিজুর রহমান,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ / ৫১০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ মার্চ, ২০২২

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন।


সিরাজগঞ্জের রায়গঞ্জে রাজশাহী বিভাগের মাধ্যমে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকালে (২৭ মার্চ) সকাল ১০ টায় রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণের আয়োজনে, র‍্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শহীদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন, রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমরুল হোসেন তালুকদার ইমন ।

পরে উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিষ্কৃতি রানী দাস, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি টি, এম কামরুজ্জামান লাভলু, ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ছরওয়ার লিটন,সাংবাদিক তাপস কুমার ঘোষ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ মমিনুল ইসলাম, কৃষিবিদ মোঃ দেলোয়ার হোসেন, উপসহকারী কৃষি অফিসার মোঃ সেলিম রেজা, আব্দুল হাই,খুকুমণি পাল,
মোঃ জহুরুল ইসলাম প্রমুখ।

মেলায় ১১টি স্টল অংশ গ্রহণ করে। আগামী ২৯মার্চ পর্যন্ত এই মেলা চলবে বলে আয়োজকরা জানান ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর