শনিবার, ১০ মে ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ন

নগরীর বহদ্দারহাট কাঁচা বাজার ও পোর্টে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা। 

মোঃ আলমগীর ইসলামাবাদী,চট্টগ্রাম প্রতিনিধিঃ / ১৬৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ মার্চ, ২০২২

নগরীর বহদ্দারহাট কাঁচা বাজার ও পোর্টে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা। 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ ২৮ মার্চ ২২, সোমবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এর নেতৃত্বে পরিবেশ বান্ধব  নগরী গড়ার লক্ষ্যে নিষেধাজ্ঞা আরোপ সত্তেও বহদ্দারহাট কাঁচা বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে পলিথিন ব্যাগে পণ্য বিক্রি করার দায়ে  তিন দোকানদারের বিরুদ্ধে মামলা রুজুপূর্বক ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অপর অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন এর নেতৃত্বে পাহাড়তলী ও হালিশহর থানাধীন পোর্ট কানেক্টিং রোডের ফুটপাত ও রাস্তা দখল করে দোকানের মালামালের স্তুপ করায় চলাচলের প্রতিবন্ধকতার সৃষ্টির দায়ে ১৫ দোকানদারের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই আদালতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক এর দায়েরকৃত মোকদ্দমায় খুলশী থানাধীন টাইগারপাস বাটালীহিল এলাকায় তিনটি খাবারের দোকানের মালিককে ১৫ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ  ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর