শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

নিজস্ব প্রতিবেদকঃ / ৩২৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২

সিরাজগঞ্জে গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।


সিরাজগঞ্জের রায়গঞ্জে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কনক হোসেন(২১)নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১২ সদস্যরা। এ সময় তাকে তল্লাশি করে ১০ কেজি গাঁজা, একটি মোবাইল ও নগদ ৬’শ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী কনক হোসেন গাইবান্ধার মেঘডুমুর থানার রামচন্দ্রপুর গ্রামের মোঃ মোসলেম উদ্দিনের ছেলে।

বুধবার (২৭ এপ্রিল) বেলা ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২’র মিডিয়া অফিসার মেজর এম রিফাত-বিন-আসাদ।

তিনি বিজ্ঞপ্তিতে আরো জানান,ঈদ উপলক্ষ্যে মহাসড়ক বুধবার সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার মেসার্স মাস্টার এন্ড সন্স ফিলিং স্টেশনের সামনে অস্থায়ী চেক পোষ্ট স্থাপন করে বিভিন্ন পরিবহনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন র‍্যাব-১২ সদস্যরা।

এ সময় ঢাকা থেকে রংপুরগামী আল রশিদ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে তাকে গ্রেপ্তার করা হয়।এ সময় ১০ কেজি গাঁজা, মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ১ টি মোবাইল ফোন এবং নগদ ৬’শ টাকা জব্দ করা হয়।

পরবর্তীতে আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে উদ্ধারকৃত আলামতসহ তাকে রায়গঞ্জ থানায় হস্তন্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর