শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৪:১৭ অপরাহ্ন

কুয়াকাটায় ভাইকে বেঁধে বোনকে ধর্ষন-মামলা রুজু ।

সৈয়দ মোঃ রাসেল, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ / ৩৮৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

কুয়াকাটায় ভাইকে বেঁধে বোনকে ধর্ষন-মামলা রুজু ।


কুয়াকাটায় হাচান শরীফ (১৬) নামের এক কিশোরের বিরুদ্ধে ছয় বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ওই শিশুর মা মহিপুর থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছেন। হাচান কুয়াকাটা পৌর শহরের ইব্রাহিম শরীফের ছেলে। শুক্রবার দুপুরের দিকে শিশুটির অভিভাবক আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট ধর্ষক ইব্রাহীমকে গ্রেফতারের দাবী জানিয়ে গনমাধ্যমকে এ সংক্রান্ত সকল তথ্যাদি সম্পর্কে অবহিত করেন।

স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার শেষ বিকেলে পশ্চিম কুয়াকাটা এলাকার ওই শিশু তার বড় ভাইয়ের (৯) সাথে পাশ্ববর্তী একটি মাছের ঘেরে মৌ ফল খেতে যায়। এসময় হাচান ওই শিশুর ভাইকে আম গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রেখে। পরে পাশের ঝোপের মধ্যে নিয়ে ওই শিশুকে জোরপূর্বক ধর্ষন করে। এঘটনায় ওই শিশুর প্রচুর রক্তক্ষরন হলে তাকে কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী হাসপাতালে প্রেরন করা হয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের সাংবাদিকদের জানান, শিশুটিকে পরিক্ষা-নিরীক্ষার জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে , বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে, অসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর