রবিবার, ০৪ মে ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন

নন্দীগ্রামের বুড়ইল ইউনিয়নে নৌকার মনোনয়ন পেলেন মোফাজ্জল হোসেন মন্ডল।

মোঃ আমিনুল ইসলাম জুয়েল,নন্দিগ্রাম(বগুড়া)প্রতিনিধি। / ২৪৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৪ মে, ২০২২

নন্দীগ্রামের বুড়ইল ইউনিয়নে নৌকার মনোনয়ন পেলেন মোফাজ্জল হোসেন মন্ডল


বগুড়ার নন্দীগ্রামের ১নং বুড়ইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মোফাজ্জল হোসেন মন্ডল। তিনি উপজেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক। গত শক্রবার রাতে আওয়ামীলীগের দলীও মনোনয়ন বোর্ড মনোনয়নের বিষয়টি চুড়ান্ত করে।

মনোনয়নপ্রাপ্ত মোফাজ্জল হোসেন বুড়ইল ইউনিয়নের আইলপুনিয়া গ্রামের মৃত কুরবান গ্রামের ছেলে। সে বর্তমানে উক্ত ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) হিসেবে কর্মরত আছেন। নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, বুড়ইল ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে গত ২৬ এপ্রিল থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, যাচাই-বাছাই ১৯ মে, প্রার্থিতা প্রত্যাহার ২৬ মে।

বুড়ইল ইউনিয়নের ১৬টি কেন্দ্রে ১৫ জুন ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ইউনিয়নের মোট ভোটার ৩০ হাজার ৩২৬। এরমধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৫৬জন ও নারী ভোটার ১৫ হাজার ২৭০জন।

উল্লেখ্য, নন্দীগ্রাম উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে ১নং বুড়ইল ইউনিয়ন পরিষদ বিভাজন সংক্রান্ত জটিলতার কারনে বাদ রেখে চতুর্থ ধাপে ৪টি ইউনিয়নে গত ২০২১ সালের ২৬শে ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর