শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন

মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়ক বালু ব্যবসায়ীদের দখলে।

মোঃ নাহিদ মিয়া,মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ / ১৭২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১ জুন, ২০২২

মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়ক বালু ব্যবসায়ীদের দখলে।



হবিগঞ্জের মাধবপুর পৌরসভার স্টেডিয়াম এর বিপরীতে ঢাকা-সিলেট মহাসড়কের এলাকার বিভিন্ন অংশ বালু ব্যবসায়ীদের দখলে চলে গেছে। ফলে মহাসড়কে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। সাথে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার বিভিন্ন অংশে অন্তত ৪/৫টি স্থানে বালির স্তূপ রেখে ব্যবসা করে আসছে একদল বালু ব্যবসায়ীরা।
সরেজমিনে দেখা যায়, মাধবপুর পৌরসভার স্টেডিয়ামের বিপরীতেসহ উপজেলার মহাসড়কের বিভিন্ন স্থানে সড়কে বালি রেখে বিক্রি করছে। এখানে ট্রাক মহাসড়কের পাশে দাড় করিয়ে বালি লোড-আনলোড করা হয়। ফলে অনেক সময় ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
স্থানীয় উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ এরশাদ আলী জানান, মহাসড়কের ওপর পড়ে থাকা বালুর যানবাহনের আগ্রাসনের কারণে বিশেষ করে বেশি ঝুঁকিতে রয়েছে মোটরসাইকেল ও সাইকেল চালকরা। বালির মধ্যে চালাতে গিয়ে তারা দুর্ঘটনার শিকার হচ্ছেন।
বাস সমিতি নেতা হাফেজ শামীম বলেন, ‘মহাসড়কের অর্ধেক দখল করে রেখেছে বালু ব্যবসায়ীরা। ফলে গাড়ি চালাতে আমাদের বাস  ড্রাইভার অনেক অসুবিধা হচ্ছে। আবার অনেক সময় দুর্ঘটনার কবলে পড়তে হয়।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি সালেহ উদ্দিন সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি একটি জরুরি মিটিংয়ে আছি, তবে বিষয়টি আমি দেখবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর