শনিবার, ০৩ মে ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন

নিখোঁজ ফায়ার ফাইটার শফিউলের পরিবারকে সমবেদনা জানালেন ইউএনও।

উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধি / ১৫৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২

নিখোঁজ ফায়ার ফাইটার শফিউলের পরিবারকে সমবেদনা জানালেন ইউএনও


চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ সিরাজগঞ্জের উল্লাপাড়ার ফায়ার ফাইটার শফিউলের শোকাহত পরিবার পরিজনকে সমবেদনা জানাতে বৃহস্পতিবার ৯ জুন দুপুর ২ টার সময় ইউএনও মোঃ উজ্জল হোসেন নিখোঁজ শফিউলের গ্রামের বাড়ি নাগরৌহাতে যান এবং তার পরিবারের খোঁজখবর নেন ও কুশল বিনিময় করেন। এ সময় পরিবারের আবেগ প্রবন কিছু কথা মনোযোগ সহকারে শোনেন এবং ধর্য্যধারনের পরামর্শ ও উপজেলা প্রশাসন তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। এ সময় অন্তঃসত্ত্বা স্ত্রী ও মায়ের চিকিৎসার জন্য শোক আহত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।

প্রসঙ্গতঃ নিখোঁজ ফায়ার ফাইটার শফিউল ইসলাম চট্টগ্রামের কুমিরা ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। গত শনিবার রাত ৯ টার সময় চট্টগ্রামের সীতাকুন্ড বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। এসময় ফায়ার ফাইটার শফিউল ইসলাম তার সহকর্মীদের সাথে ডিপোতে উদ্ধার অভিযানে অংশগ্রহণ করেন। এখন পর্যন্ত শফিউল নিখোঁজ রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর