রবিবার, ০৪ মে ২০২৫, ১২:১৯ অপরাহ্ন

তাড়াশে প্রধানমন্ত্রীর উদ্যোগ নিয়ে কর্মশালা অনুষ্ঠিত।

মোঃ শাহিনুর রহমান তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ / ১৯৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ জুন, ২০২২

তাড়াশে প্রধানমন্ত্রীর উদ্যোগ নিয়ে কর্মশালা অনুষ্ঠিত।


সিরাজগঞ্জের তাড়াশে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুন সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় ভার্চুয়ালের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. ফারম্নক আহম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, সহকারী কমিশনার ভূমি লায়লা জান্নাতুল ফেরদৌস,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার কর্মকার প্রমুখ।

কর্মশালায় মুখ্য ফ্যাসিলিটেটর হিসেবে ছিলেন জেলা স্থানীয় সরকারের উপ পরিচালক তোফাজ্জল হোসেন, সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট মাসুম বিলস্নাহ ও আফিফান নজমু।

এ কর্মশালায় সরকারি সকল অধিদফতরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জন প্রতিনিধিবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন,রাজনৈতিক নেতৃবৃন্দ,ধর্মীয় প্রতিনিধিগন, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকদের নিয়ে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ে ১০টি গ্রুপের দলীয় কাজ উপস্থাপন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর