শিরোনাম
উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রীর মৃত্যু। কালিয়াকৈরে পরিবেশ অধিদপ্তর ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২টি কারখানাকে জরিমান। বেগম খালেদা জিয়ার ভাগ্নে তুহিনের মুক্তির দাবীতে ডিমলায় বিক্ষোভ মিছিল। রাষ্ট্র সংস্কারে ৩১ দফা ও জনসম্পৃক্ততায় কালিয়াকৈরে ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ। ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবসে বিনামুল্যে স্বাস্থ্যসেবা। নারী বিষয়ক সংস্কার আইন বাতিলের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। গৃহবধু হত্যা মামলার আসামী না ধরলে বালিয়াডাঙ্গী থানা ঘেরাও করার ঘোষণা। দুর্গাপুরে বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা। কমলগঞ্জে বর্ণীলসাজে মণিপুরীদের ঐতিহ্যগত “লাই-হরাউবা” উৎসব। কালিয়াকৈরে ফুটওভার ব্রিজে লাইটিং ব্যবস্থা না থাকায় ডাকাতির আতংকে পথচারী।
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন

নন্দীগ্রামের বুড়ইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জিয়া বিজয়ী

মোঃ আমিনুল ইসলাম জুয়েল,নন্দিগ্রাম(বগুড়া)প্রতিনিধি। / ২২৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ জুন, ২০২২

নন্দীগ্রামের বুড়ইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জিয়া বিজয়ী।


বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান জিয়া বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি অটোরিকশা প্রতীকে ১১২৭০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক (চশমা) পেয়েছেন ৬৯১৮। প্রাপ্ততথ্যে আরও জানা যায়, বিভাজন জটিলতা কাটিয়ে ১৫ই জুন বুড়ইল ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ৬ জন চেয়ারম্যান প্রার্থী ভোটযুদ্ধে অংশ গ্রহন করেন। তাদের মধ্যে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ভবেশ চন্দ্র সরকার (ঘোড়া প্রতীক) ৩৯২৯ ভোট, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেন মন্ডল (নৌকা) ১৮৩৬ ভোট,স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আহসানুল হক (মোটরসাইকেল) ৪৮৩ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী রুহুল আমিন হিমেল (আনারস) ২৪৯ ভোট পেয়েছেন। ভোটগ্রহন চলাকালে কোথাও কোনো অপপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ইউনিয়নের ১৬টি কেন্দ্রে ইভিএমে শান্তিপূর্ণভাবে ভোটাররা তাদের ভোট প্রদান করেন। ইউনিয়নের মোট ভোটার ৩০ হাজার ৩২৬। এরমধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৫৬জন ও নারী ভোটার ১৫ হাজার ২৭০জন। ২৪ হাজার ৬৮৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

উল্লেখ্য, বিভাজন জটিলতা কারনে বুড়ইল ইউনিয়নের নির্বাচন স্থগিত ছিল, অবশেষে উক্ত ইউনিয়নে নির্বাচন সম্পন্ন হল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর