শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০১:২৫ অপরাহ্ন

গোদাগাড়ীতে হেরোইনসহ শীর্ষ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ।

মোঃ রবিউল ইসলাম মিনাল,গোদাগারী( রাজশাহী) প্রতিনিধিঃ / ১৮৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুন, ২০২২

গোদাগাড়ীতে হেরোইনসহ শীর্ষ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ।


রাজশাহীর গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন রাজশাহী জেলার গোয়েন্দা শাখার পুলিশ সদস্যরা। এ সময় নবিউল্লাহ ও নুরুল ইসলাম নামের শীর্ষ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা মাদক ব্যবসায়ীরা হলেন রাজশাহীর গোদাগাড়ী থানার আলীপুর গ্রামের মৃত জব্বার আলী শেখের ছেলে মোঃ নবিউল্লাহ (৫৫) একই গ্রামের মৃত আব্দুল বাসের ছেলে মোঃ নুরুল ইসলাম ( ৫৩)।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায় ২৩ জুন বৃহস্প্রতিবার রাত পৌনে ১২ টার সময় গোদাগাড়ী থানাধীন আলীনগর গ্রামস্থ ধৃত আসামী নবিউল্লাহর বাড়ীর সামনে ফারাসপুর-নিমতলা কাঁচা রাস্তায় মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অপেক্ষমান নবিউল্লাহকে তল্লাশি করে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তাকে গ্রেফতার করে গোদাগাড়ী থানায় সোপর্দ করা হয়। এসময় আরোও মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।গ্রেফতারকৃত  ও পলাতক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্তাধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর