শনিবার, ০৩ মে ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন

নন্দীগ্রামে মোটরসাইকেল থেকে ছিটকে পরে গরু ব্যবসায়ী নিহত।

মোঃ আমিনুল ইসলাম জুয়েল,নন্দিগ্রাম(বগুড়া)প্রতিনিধি। / ১৭৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ জুন, ২০২২

নন্দীগ্রামে মোটরসাইকেল থেকে ছিটকে পরে গরু ব্যবসায়ী নিহত।


বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পল্লীতে গরুর রশির সাথে পেঁচিয়ে মোটর সাইকেল থেকে ছিটকে পরে লতিফ (৫৪) নামের এক গরু ব্যবসায়ী নিহতে হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন মোটর সাইকেল চালক শামীম হোসেন।

নিহত ব্যক্তি উপজেলার ২নং সদর ইউনিয়নের ইউবপুর গ্রামের মৃত সামেদ উদ্দিনের ছেলে।

বুধবার (২৯শে জুন) সকাল সারে ৯টায় কাথম কালিগঞ্জ রোডের ভাগবজর এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

জানা গেছে, গরু ব্যবসায়ী নিহত লতিফ ও শামীম তাদের গরুর ভটভটিতে পাঠিয়ে পিছে পিছে নওগাঁর রাণীনগরে হাটে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছার পর গরুর রশি তাদের মোটর সাইকেলের সাথে বেঁধে যায়। এতে দুজনেই চলন্ত মোটর সাইকেল থেকে ছিটকে পড়েন। এসময় স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আব্দুল লতিফের মৃত্যু হয়।

নন্দীগ্রামের সদর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর