বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০২:০৬ অপরাহ্ন

উল্লাপাড়ার কৃতি শিল্পী আঁচল সাহার আত্মহত্যা।

স্টাফ রিপোর্টারঃ / ১৭৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২

উল্লাপাড়ার কৃতি শিল্পী আঁচল সাহার আত্মহত্যা।


উল্লাপাড়ার সঙ্গীত অঙ্গনে প্রতিশ্রুতিশীল শিল্পী আঁচল সাহা মারা গেছেন। তিনি রোববার রাতে ঢাকার বসুন্ধরা এলাকায় একটি মহিলা হোস্টেলে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। আঁচল উল্লাপাড়ার ঝিকিড়া গ্রামের দীপক কুমার সাহার মেয়ে এবং ঢাকা ইস্ট ওয়েস্ট বিশ্ব বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্রী। তার আত্মহত্যার কারণ জানা যায়নি।

আচঁল সাহার মামা পলাশ সাহা জানান, আচঁল প্রায় তিন বছর ধরে ঢাকার বসুন্ধরা এলাকায় একটি মহিলা হোস্টেল থেকে পড়ালেখা করত। রোববার রাত ১০ টার দিকে তার হোস্টেলের এক সহপাঠী আমাদেরকে ফোন দিয়ে আঁচল খুবই অসুস্থ বলে জানায়। পরে পরিবারের লোকজন নিয়ে আমরা রাতেই ঢাকায় যাই। সেখানে গিয়ে জানতে পারি আঁচল আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যার কোন কারণ এখন পর্যন্ত আঁচলের পরিবার জানে না বলে উল্লেখ করেন তার মামা পলাশ সাহা। এই প্রতিবেদনে লেখার সময় আঁচল সাহার ময়না তদন্ত চলছিল।

আঁচল সাহা একজন ভালো সঙ্গীত ও নৃত্য শিল্পী। তিনি ভালো কবিতা আবৃত্তি করতেন। উল্লাপাড়াসহ সিরাজগঞ্জের বিভিন্ন অনুষ্ঠানে আঁচল নাচ গান পরিবেশন করতেন। শিশুবেলায় তিনি উল্লাপাড়ার কচিকাঁচার মেলা সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। পরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য হিসেবে বিভিন্নস্থানে সঙ্গীত ও নাচ পরিবেশন করে প্রচুর খ্যাতি অর্জন করেন। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানেও আঁচল নাচ গান করতেন। তার আকস্মিক মৃত্যুতে উল্লাপাড়ার সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার রাতে ঘোষগাঁতি মহাশশ্মানে আঁচলের শেষ কৃত্য অনুষ্ঠিত হবে বলে তার পরিবার সূত্রে জানা গেছে।

আঁচল সাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, উল্লাপাড়া উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি ও পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উল্লাপাড়া শিল্পকলা একাডেমির সংঙ্গীত শিক্ষক ওস্তাদ জিতেন বিশ্বাস, এসো গান শিখি’র পরিচালক সঙ্গীত শিল্পী রিলা চৌধুরী, রিমঝিম কচিকাঁচা মেলার পরিচালক মোঃ শাহাদত হোসেন, শিশু কেন্দ্রের সঙ্গীত পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম বিপু ও সাংবাদিক রাজু আহমেদ সাহান প্রমুখ।
তারা বলেন, আচল সাহা’র মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শূণ্যতার সৃষ্টি হলো। উল্লাপাড়াবাসী একজন খ্যাতিমান প্রতিশ্রুতিশীল শিল্পীকে হারালো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর