শনিবার, ০৩ মে ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন

ডিমলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠিত।

রিপোটারের / ১৫৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলায় খগাখড়িবাড়ী হেলিপ্যাড মাঠে শেখ রাসেল মিনি স্টেডিয়াম ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৯ শে নভেম্বর বিকালে চেয়ারম্যান, খগাখড়িবাড়ি ইউনিয়নের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়াম ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে। ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহিদ আহসান রাসেল, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী,যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের সভাপতি নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।

এসময় আরো উপস্থিত ছিলেন সার্কেল আলী আহম্মেদ মর্তুজ, উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, খগাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম লিথনপরিষদ সহ স্থানীয় জনপ্রতিনিধি, সুধীসমাজ, সাংবাদিকবৃন্দ প্রমুখ। এসময় আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ফুলের তোরা দিয়ে মাননীয় প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর