শনিবার, ০৩ মে ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন

তাড়াশে চলনবিল রক্ষায় ওয়ার্কসপ অনুষ্ঠিত।

রিপোটারের / ১১২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩

তাড়াশ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে চলনবিল পুনরম্নজ্জীবন ও পুনরম্নদ্ধার বিষয়ে ওর্য়াকসপ অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারী বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমরে সভাপতিতে উপজেলা পরিষদ মিলনায়তনে এ ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়। জেনারেল ইকোমিক ডিভিশন বাংলাদেশ পস্নানিং কমিশনের সহযোগীতায় এ অনুষ্ঠানে ঐতিহাসিক চলনবিলের এলাকা নির্ধারন, পুর্ন রম্নপ,পাকৃতিক পরিবেশ, ঐতিহ্য, নদী, নালা, খাল,বিল পুনরম্নজ্জীবন ও পুনরম্নদ্ধার করার জন্য জনগনের সম্পৃক্ততা নিশ্চিতকরনের জন্য সরকারী কর্মকর্তা, স্থানীয় প্রতিনিধি,এনজিও কর্মী,সাংবাদিকদের সমম্বয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন।

এছাড়াও চলনবিলের প্রভাব কোন কোন উপজেলাতে পড়তে পারে সে গুলো নির্ধারন করা হয়েছে। চলনবিল পুনরম্নজ্জীবন ও পুনরম্নদ্ধার বিষয়ে ওর্য়াকসপ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যÿ মনিরম্নজ্জামান মনি,ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, ব্রিজিং কনসালটেন্ট টিম লিডার মি. বেন উইটজেস, ইন্সটিটুশনাল এক্সপার্ট মি.মফিদুল ইসলাম, এসআইবিডিপি’র ইন্সটিটুশনাল এক্সপার্ট মি. মির্জা মোঃ মহিউদ্দিন,জিইডি সিনিয়র এ্যাসিসট্যান্ট চিফ মি. নাজমুল হক ভুইয়া,জিইজিআইএস সিনিয়র স্পেশালিষ্ট ড. ফারহানা আহমেদ,এসোসিয়েট স্পেশালিষ্ট মি. আতিকুর রহমান, মি.আনিনডায়া বানিক,সিভিল ইঞ্জিনিয়ার মি সাব্বির আহমেদ প্রমুখ। অনুষ্ঠানের আউটপুট দলীয় উপস্থাপনার মাধ্যমে আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর