শনিবার, ০৩ মে ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ন

অন্যের জাতীয় পরিচয় পত্র ব্যবহার করে ভিজিডি কার্ডের চাল উত্তোললন।

রিপোটারের / ১৪২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩

ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলায় গোলাপজানের ব্যবহৃত জাতীয় পরিচয় পত্রের নম্বর ব্যবহার করে ভিজিডি কার্ডের চাল উত্তোলন করেছে কে বা কাহারা ।

এ বিষয়ে গোলাপ জানের স্বামী আমিনুর রহমান জানান, আমি দীর্ঘদিন যাবত অসুস্থ্য । সংসারে আমি ছাড়া উপার্জন করার কোন মানুষ নেই এখন তো পঙ্গু। কোন রকমে পরিবার পরিজন নিয়ে দিনাতিপাত করছি। ডিমলা সদর ইউনিয়ন পরিষদে আমার স্ত্রী গোলাপজান অনলাইনে ভিজিডি কার্ডের আবেদন করতে গেলে দেখি ইতিপূর্বে কে বা কাহারা আমার স্ত্রীর জাতীয় পরিচয় পত্রের নম্বর ৭৩১১২১৯৬৮৫৪২৩, জন্ম তারিখ-১৯/০৩/১৯৮৯ ইং, সাং- উত্তর তিতপাড়া, থানা- ডিমলা, জেলা-নীলফামারী ব্যবহার করে ভিজিডি কার্ডের সুবিধা ভোগ করে। দুই বছর মেয়াদী ২৩ দফায় কার্ডের চাল উত্তোলন করে।

ভিজিডি কার্ডের চালের ব্যপারে আমি জ্ঞাত নই। এরই মধ্যে আমার স্ত্রী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ করলে ডিমলা সদর ইউনিয়ন পরিষদ হতে এক বস্তা চাল দেয়। আমার স্ত্রী গোলাপজানের জাতীয় পরিচয় পত্রের নম্বর ব্যবহার করে কে বা কাহারা ভিজিডি কার্ড এর সুবিধা ভোগ করছে আমি এর ন্যায় বিচার চাই ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর