শনিবার, ০৩ মে ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত।

রিপোটারের / ১৪১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি।
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে। এখনই কাজ শুরু করি কুষ্ঠ রোগ নির্মুল করি এই প্রতিপাদ্য্যকে সামনে রেখে ২৯ জানুয়ারি রবিবার সকালে হাসপাতাল চত্বরে র‍্যালি ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কর্মসূচীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুলতানা পাপিয়া, এমওডিসি ডা. আসাদুর রহমান বিপ্লব, নার্সিং সুপারভাইজার সুফিয়া খাতুন প্রমুখ বক্তব্য রাখেন। উক্ত সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, গত পাঁচ বছরে দেশে ১৬ হাজারেরও বেশি কুষ্ঠ রোগী শনাক্ত হয়েছে এবং আক্রান্তদের ৮ শতাংশের অঙ্গহানি ঘটেছে। অথচ সময়মতো ও সঠিক চিকিৎসা নিলে এটি পুরোপুরি দূর হতে পারে।

এই লক্ষ্যে কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিদের সবধরনের সেবাপ্রাপ্তি সহজতর করা ও কুষ্ঠ রোগ সম্পর্কে সচেতনতা তৈরির বিষয়ে গুরুত্বারোপ করেন। প্রতি বছর জানুয়ারি মাসের শেষ রোববার কুষ্ঠরোগের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে এই দিবস পালন করা হয়ে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর