শনিবার, ০৩ মে ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ন

বাঘায় তিন দিনেও নিখোঁজ শিশুর সন্ধান মেলেনি।

রিপোটারের / ১৫৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় ঈশা খাতুন নামের ৫ বছরের শিশুর তিন দিনেও সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকালে শিশুর পিতা  এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাঘা প্রেস ক্লাবের গণমাধ্যককর্মীদের জানিয়েছেন। নিখোঁজ শিশু ঈশা খাতুন উপজেলার আড়ানী পৌরসভার রেল স্টেশন সংলগ্ন নুরনগর গ্রামের ইউসুফ আলীর মেয়ে।
জানা যায়, আড়ানী রেল স্টেশন সংলগ্ন বাড়ির পাশে রাস্তার ধারে মা চম্পা বেগম ধুপিপিঠা বিক্রি করে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) রাত ৮টার দিকে মায়ের কাছে যায় ঈশা খাতুন। পরে আর বাড়িতে আসেনি। বিভিন্নস্থানে খোঁজ করে না পেয়ে তার পিতা ইউসুফ আলী বাদি হয়ে শুক্রবার বাঘা থানায় সাধারণ ডাইরী (জিডি) করেন।
তার গায়ের রং উজ্জ্বল শ্যামলা, গায়ে ছিল জিন্স রংগের জ্যাকেট ও জিন্সের ফুল প্যান্ট। কপালের বাম পাশে দাগ রয়েছে।
কোন সুহৃদয় ব্যক্তি তার সন্ধ্যান পেলে ০১৮১৭-১৬৬৯৮২ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষে অনুরোধ জানিয়েছেন।
বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, এ বিষয়ে একটি সাধারণ ডাইরী জিডি হয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে। বিভিন্ন থানায় ছবিসহ ম্যাসেজ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর