বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৬:৫২ পূর্বাহ্ন

বাঘায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা।

রিপোটারের / ১৭৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় স্বামীর শয়ন কক্ষ থেকে প্রিয়া বেগম (২০) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ওই গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা দাবিয়াতলা গ্রামে। গৃহবধু প্রিয়া বেগম ওই গ্রামের ইসলাম আলীর স্ত্রী।
পুলিশ জানায়,গলায় ওড়নার ফাঁস দিয়ে শয়ন কক্ষের তীরের (আড়ার) সাথে ঝুলছিল গৃহবধু। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ উদ্ধার করে  থানা হেফাজতে নিয়ে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গৃহবধুর স্বামী ইসলাম আলী জানান, স্ত্রী প্রিয়া বেগম শনিবার তার বাবার বাড়ি পাবনায় যাওয়ার জন্য বলছিল। আমি দুই একদিন পরে যাওয়ার কথা বলি। এ নিয়ে  শুক্রবার রাতে তার সাথে মতবিরোধ হয়। তার দাবি,স্ত্রীর কথামতে যেতে না দেওয়ার অভিমানে আত্নহত্যা করেছে।
ইসলামের মা নজেরা বেগম (গৃহবধুর শ্বাশুড়ি) জানান, সকাল সাড়ে ৮ টার দিকে ছেলে বাড়ির বাহিরে যাওয়ার পরে ঘরের দরজা বন্ধ দেখি। ঘরের কাছে গিয়ে তাকে ডাকা হাকা করে সাড়া পাননি। পরে আমার ডাক চিৎকার শুনে প্রতিবেশিরা এসে বাহির থেকে ধাক্কা দিয়ে দরজা খুলে শয়ন কক্ষের তীরে(আড়ার) সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান প্রিয়া বেগমকে। পাবনা সদর এলাকায় ইট ভাটায় কাজে গিয়ে বছর খানেক আগে বিয়ে হয় বলে জানান নজেরা বেগম ।
স্থানীয় মেম্বর আব্দুর আজিজ জানান,পরে পুলিশকে খবর দেওয়া হলে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বাঘা থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে ইউডি মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর