শুক্রবার, ০২ মে ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন

এসআই রুহুল আমিনকে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে  স্মারক ও সম্মাননা প্রদান। 

সবুজ সরকার,বেলকুচি(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ / ১৩১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

সিরাজগঞ্জের বেলকুচিতে মার্চ মাসের মাদক উদ্ধারকারী শ্রেষ্ঠ এএসআই  হলেন বেলকুচি থানার রুহুল আমীন। সোমবার দুপুরে সিরাজগঞ্জ পুলিশ অফিস সন্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় তাকে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী এএসআই  নির্বাচিত করা হয়। মাসিক অপরাধ সভায় সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার আরিফুল রহমান মন্ডল তাকে তাকে সম্মাননা স্মারক ও পুরষ্কার তুলে দেন।

এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) সামিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ হান্নান মিয়া, সিরাজগঞ্জ সার্কেল হাসিবুল আলম, সহকারি পুলিশ সুপার ( কামারখন্দ) সার্কেল) আদনান মুস্তাফিজ, বেলকুচি থানার ভারপ্রাপ্ত ককর্মকর্তা (ওসি) আসলাম হোসেনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বেলকুচি থানার এএসআই রুহুল আমিন বলেন, সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার আরিফুল মন্ডল স্যার এর অনুপ্রেরণায় ও বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন স্যারের নির্দেশনায় বেলকুচি থানা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি আরো বলেন, মাদক কারবারিদের গ্রেফতার করে বেলকুচি থানা এলাকা মাদক মুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এসময় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর