শনিবার, ০৩ মে ২০২৫, ০৪:০৬ অপরাহ্ন

তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনায় একজন নিখোঁজ।

মোঃ হাবিবুল হাসান,ডিমলা(নীলফামারি)প্রতিনিধিঃ / ১৩২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩

তিস্তা নদী ব্যারেজ এলাকার উজানে তিস্তা নদীতে নৌকা ডুবিতে এক ব্যক্তি নিখোঁজ হয়েছে।নিখোঁজ ব্যক্তির নাম কোরবান আলী (৬৫)। সে লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার গুড্ডিমারী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মৃত ময়েজ উদ্দিনের ছেলে। তিনি নদী ভাঙনের কারণে ডিমলা উপজেলার বাইশপুকুর (শিলট্যাব) এলাকায় বসবাস করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে কোরবান আলী গুড্ডিমারী চর থেকে ছেলে মেয়ে ও নাতী-নাতনীদের নৌকায় করে নিজের বাড়ির উদ্দেশ্য তিস্তা নদী পাড়ি দেন। ডিঙি নৌকাতে অতিরিক্ত লোকজন উঠায় নৌকাটি পানিতে ডুবে যায়। সকলে উদ্ধার হলেও কোরবান আলীকে উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয় লোকজন নদীতে অনেক খোঁজাখুঁজির পরও এখন পর্যন্ত কোরবান আলীর সন্ধান পাওয়া যায়নি। ডিমলা থানার পুলিশ ও দোয়ানী ফাড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিখোঁজ কোরবান আলীকে উদ্ধারের জন্য রংপুরের ডুবুরি দলের সহায়তা চাওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর