মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন

রামপালে সুদের টাকার  চাপ সইতে না পেরে আত্মহত্যা- আটক-১।

মোঃ মল্লিক জামান,রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ / ১৩৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২২ মে, ২০২৩

বাগেরহাটের রামপালে সুদের টাকার চাপ সইতে না পেরে রাজকুমার বিশ্বাস (৬০) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছে। ১৯ মে শুক্রবার  ভোর ৫.২০ মিনিটে আত্মহত্যা করে। সে উপজেলার গৌরম্ভা ইউনিয়নের জিতেন কুমার বিশ্বাসের পুত্র।
এ ঘটনায় ১৯ মে রামপাল থানায় একই গ্রামের
মৃত হারান চন্দ্র রায়’র পুত্র তুহিন রায় এবং মৃত অজিত অধিকারী’র পুত্র মিলন অধিকারী(৪৫) কে আসামী করে রামপাল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
রামপাল থানার ওসি(তদন্ত) রাধেশ্যাম সরকারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল  অভিযান চালিয়ে খুলনার লবণচরা এলাকা থেকে তুহিন রায়কে আটক করেছে।
রামপাল থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে যে, রাজকুমার বিশ্বাস বিভিন্ন সময়ে তুহিন রায়ের নিকট থেকে প্রতি লাখে ৬ হাজার টাকা সুদে ৭ লক্ষ টাকা ধার করেন। এ বাবদ সে তুহিন রায়কে সুদ বাবদ ৩ লক্ষ ৬৩ হাজার টাকা পরিশোধ করে।
অন্য দিকে ২নং আসামী মিলনের নিকট থেকে প্রতি লাখে ৬ হাজার টাকা সুদে ৪ লক্ষ ৫০ হাজার টাকা ধার নেন এবং সুদ বাবদ ২ লক্ষ ৮০ হাজার টাকা পরিশোধ করেন।
সুদ বাবদ ৬ লক্ষ ৪৩ হাজার টাকা  দেওয়ার পরেও ১ ও ২ নং আসামী  মূল টাকা প্রদানের জন্য রাজ কুমারকে চাপ প্রয়োগ করে।
এ নিয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ মূল টাকা হতে প্রদানকৃত সুদ বাবদ পরিশোধকৃত টাকা বাদ দিয়ে বাকী টাকা পরিশোধের জন্য বললেও আসামীগণ মোবাইল ফোনে ও প্রকাশ্যে চাপ দিতে থাকে।
এক পর্যায়ে রাজকুমারকে ১৮ মে গৌরম্ভা বাজারের কাছে মাছের চান্দির সামনে আসামীগন টাকার জন্য গালিগালাজ করে ও টাকা পরিশোধের জন্য চাপ দেয়।
এতে রাজকুমার মানসিকভাবে ভেঙে পড়ে কাঠাল গাছের সাথে সাদা লায়লনের ফিতা গলায়  দিয়ে আত্মহত্যা করে।
আত্মহত্যার  পূর্বে  রাজকুমার তার পরিহিত জামার পকেটে একটি চিরকুট লিখে রাখেন।যাতে লেখা ছিল, তুহিন+মিলন আমাকে বাঁচতে দিলনা। তুহিন আমাকে অনেক গালিগালাজ করে তাই আমি এ পথ বেঁছে নিয়েছি।
এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস,  এম, আশরাফুল আলম  এক প্রেস ব্রিফিংয়ে জানান যে, এ ঘটনায় মামলা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে। বাকীদের আটকের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর