শুক্রবার, ০২ মে ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন

দেওয়ানগঞ্জে এক সন্তানের জননীর মরদেহ  উদ্ধার, স্বামী আটক।

মোঃ ফরিদুল ইসলাম, দেওয়ানগঞ্জ (জামালপুর)প্রতিনিধিঃ / ১২৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৬ মে, ২০২৩

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের নয়াগ্রামে ঘরের তালা ভেঙ্গে স্ত্রী আকলিমা খাতুনের (২২) লাশ উদ্ধার করেন দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ। এ ঘটনায় তার স্বামী হেলাল উদ্দিনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, আকলিমা দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের নয়াগ্রামের মুল্লুক মিয়ার ছেলে হেলাল উদ্দিনের স্ত্রী এবং উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের খুটারচর গ্রামের আলী হোসেনের মেয়ে। তিনি এক সন্তানের জননী।
আকলিমার স্বজনরা জানায়, হেলাল উদ্দিনের সাথে সাত বছর আগে আকলিমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তাকে প্রায়ই মারধর করতেন হেলাল। এ নিয়ে বেশ কয়েকবার উভয়পক্ষের মধ্যে সালিশও হয়েছে। হেলাল মাদকাসক্ত। এ সব কারণে আকলিমাকে তার মা-বাবা স্বামীর বাড়িতে যাওয়া বন্ধ করে দেন। ১১ দিন আগে হেলাল ও তার লোকজন আকলিমাকে বাড়িতে নিয়ে আসেন।তাদের ধারণা, বুধবার দিবাগত রাতে আকলিমাকে হত্যা করা হয়েছে।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল চন্দ্র ধর সাংবাদিকদের জানান, এ ঘটনায় স্বামী হেলাল উদ্দিনকে আটক করা হয়েছে।লাশ ময়নাতদন্তে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর