শুক্রবার, ০২ মে ২০২৫, ১১:৩২ অপরাহ্ন

সাইডলাইন নিয়ে কাজ করার সময় বিদ্যুৎ পৃষ্টে শিক্ষকের মৃত্যু।

ঝালকাঠি(নলছিটি)প্রতিনিধিঃ / ১৮৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২ জুলাই, ২০২৩

ঝালকাঠির নলছিটিতে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মাওলানা মোঃ জামাল হাওলাদার(৩৭) নামের এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার দুপুর সাড়ে ১২ টার সময় নাচ মহল ইউনিয়নের দক্ষিণ ডেবরা গ্রামে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতাম বইছে।
নিহত জামাল ডেবরা গ্রামের মৃত রজব আলী হাওলাদারের ছেলে। সে মসজিদ বাড়ি হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষকতা করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায় শনিবার দুপুর সাড়ে ১২ টার সময় তার চাচা সোহরাব হাওলাদারের বাড়ি থেকে নিজ বাড়িতে কারেন্টের সাইড লাইন নিয়ে কাজ করছিলেন।তারের ছিদ্রস্থানে স্পর্শ করা মাত্র হুজুরের শরীর কারেন্ট হয়ে যায়।পরে মেইন সুইজ বন্ধ করে তাকে উদ্ধার হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পাঠিয়ে নিহত জামালের লাশ উদ্ধার করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় থানায় ইউডি মামলা হয়েছে। শতকারের জন্য লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর