সোমবার, ১২ মে ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের মালামালসহ চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার।

মোঃ মল্লিক জামান,রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ / ১৪২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ অন্য মালামাল চুরি করে নিয়ে যাওয়ার সময় চোর চক্রের ৪ জন সদস্যকে আটক করা হয়েছে।তাপ বিদ্যুৎ কেন্দ্রে দায়িত্বরত সিকিউরিটি গার্ডের সদস্যরা তাদের আটকের পর রামপাল থানায় হস্তান্তর করে।
এ ঘটনায় সেন্টি সিকিউরিটি সার্ভিস লিমিটেড কোম্পানীর রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে দায়িত্বরত সিকিউরিটি ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম বাদী হয়ে রামপাল থানায় মামলা দায়ের করেছেন।
৪ জুলাই মঙ্গলবার রাত আনুমানিক ২ টার দিকে সিকিউরিটি গার্ড সদস্যরা খবর পায় রামপাল তাপ-বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে বিএফসিএল এর নির্মানাধীন নতুন অডিটোরিয়ামের পূর্ব উত্তর কোনার ওয়াচ টাওয়ারের পাশ থেকে তাপ বিদ্যুৎ কেন্দ্রের মালামাল চুরি করে নিয়ে যাচ্ছে চোরেরা।  এ খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপজেলার গৌরম্ভা ইউনিয়নের প্রসাদনগর এলাকার মোঃ আবু জাফরের ছেলে পারভেজ শেখ(২৪), ফকিরহাট উপজেলার শুভদিয়া এলাকার মৃত আবু বক্করের ছেলে সালাম শেখ(৩৫), মোঃ ইয়াছিন শেখের ছেলে মোঃ ধলু শেখ(২৪), ওমর শেখের ছেলে শুকুর শেখ (২২) কে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে তাপ বিদ্যুৎ কেন্দ্রের গুরুত্বপূর্ণ ৪০ (চল্লিশ) কেজি তামার তার ও ছোট-বড় সাইজের লোহার এঙ্গেল, পাইপের ভাঙা অংশ ও টিনের এঙ্গেলর ভাঙা অংশ দু’শ কেজি মোট ২৪০ কেজি মালামাল উদ্ধার করে।
এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলম সাংবাদিকদের জানান,দু’শ ৪০ কেজি তাপ বিদ্যুৎ কেন্দ্রের মালামালসহ চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর