শুক্রবার, ০২ মে ২০২৫, ০১:২৮ অপরাহ্ন

উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি / ১৬৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৯ জুলাই, ২০২৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনের চাকায় কাটা পড়ে লিখন আহমেদ (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঈশ্বরদী-ঢাকা রেল সড়কের উল্লাপাড়া রেল স্টেশনের পশ্চিম পাশে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত লিখন উপজেলার দুর্গানগড় ইউনিয়নের বালসাবাড়ি গ্রামের মৃত সুজাবত আলীর ছেলে।

জানা যায় নিহত লিখন রেল সড়ক দিয়ে পশ্চিম দিকে যাচ্ছিল এমন সময় ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে ছেড়ে দ্রুতগামী রংপুর এক্সপ্রেসটি উল্লাপাড়া স্টেশন অতিক্রম করার সময় লিখন ট্রেনের নিচে পড়ে চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

স্থানীয় সূত্রে জানা যায় লিখন মানষিক প্রতিবন্ধী ছিলো।মাঝেমধ্যে স্টেশনে দেখা যেত। ২ টার সময় রেল লাইন দিয়ে পশ্চিম দিকে যাওয়ার সময় রংপুর এক্সপ্রেসে কাটা পরে মারা যায়।

এ তথ্য নিশ্চিত করে সিরাজগঞ্জ জিআরপি থানার উপ-পরিদর্শক মোঃ মাজেদ আলী জানান নিহত লিখন রোববার দুপুর ২ টার সময় রেল পথ দিয়ে লাহিড়ী মোহনপুর স্টেশনের দিকে যাওয়ার পথে রংপুর এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে মারা যায়। নিহতের লাশ উদ্ধারের পর স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর