রবিবার, ১১ মে ২০২৫, ০৯:০২ পূর্বাহ্ন

ঢুশমারায় বিলের পানি থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার।

মোঃ ফরিদুল ইসলাম, দেওয়ানগঞ্জ (জামালপুর)প্রতিনিধিঃ / ১৮৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩

জামালপুরের সীমান্ত ঘেসে কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার ঢুশমারা থানার আওতাধীন মোহনগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কলকি হারা গ্রামের সামনের বিলের পানি হতে অজ্ঞাত যুবক (২৫) এর মরদেহ উদ্ধার করেন ঢুশমারা থানা পুলিশ।
১৪ জুলাই শুক্রবার সকাল ৯টার সময় স্থানীয়রা দেখতে পায় বিলের পানিতে ভাস্যমান  অজ্ঞাত যুবকের মরদেহ।
এলাকাবাসী ঢুশমারা থানা পুলিশকে অবগত করেন। আশেপাশের লোকজন মরদেহ দেখতে ভিড় জমায়।
মোহনগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন (কারেন্ট আনোয়ার) ঘটনাস্থলে এসে পরিদর্শন করেন।
ঢুশমারা থানা অফিসার ইনচার্জ (ওসি)  মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে পুলিশ টিম মরদেহ উদ্ধার করেন। মরদেহটির পরিচয় সনাক্ত না হওয়ার ঢুশমারা থানায় নিয়ে যায় পুলিশ।
জানা যায়, গত ১৩ জুলাই বৃহস্পতিবার সকাল ৯টায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের হারুয়াবাড়ী পশ্চিম পাড়া (কাজির খেয়ার পশ্চিম পাশে) কোলপাড়া হতে নেমে আসা এক অজ্ঞাত যুবক বিলের পানিতে ডুবতে দেখে কয়েকজন। পরে সেখানে খোঁজা-খুঁজি করেও পাওয়া যায়নি অজ্ঞাত যুবককে। সকলের ধারণা এটাই সেই অজ্ঞাত যুবক যার পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।
ঢুশমারা থানার অফিসার ইনচার্জ (ওসি)মোস্তাফিজুর রহমান বলেন- স্থানীয়দের সংবাদ পেয়ে আমরা এসে মরদেহ উদ্ধার করি, এখন পর্যন্ত পরিচয় বা মরদেহের ওয়ারিশ পাইনি। মরদেহ থানায় নিয়ে যাচ্ছি ওয়ারিশ খোঁজার সকল প্রকার  আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর