শুক্রবার, ০২ মে ২০২৫, ০১:০৩ অপরাহ্ন

বিয়ের দাওয়াত খেতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু।

এলিসন সিঙ,মৌলভীবাজার প্রতিনিধিঃ / ১৫০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩

শ্রীমঙ্গলে মামার বিয়ের দাওয়াত খেতে এসে ৫ বছর বয়সী রুহান আহমদ নামে এক শিশু পুকুরে পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪জুলাই) বিকেল সাড়ে ৪টায় শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ মর্মান্তিক ঘটে। শ্রীমঙ্গল ইউনিয়নের পূর্ব শ্রীমঙ্গলের বাসিন্দা নিহত শিশুর নানা ইব্রাহিম মিয়া জানান, আমার ছেলে ইমদাদুল হক সাদেক ওমান প্রবাসী আজ তার বিয়ে অনুষ্ঠান। বিয়ের দাওয়াত খেতে আমার মেয়ে তার জামাই ও তাদের একমাত্র পুত্র রুহানকে নিয়ে আমার বাড়িতে আসে। দুপুরে আমরা একসাথে বিয়ে বাড়িতে যাই। বিয়ে বাড়িতে হঠাৎ করে আমার নাতি নিখোঁজ। আমরা তাকে দেখতে না পেয়ে বাড়ির চারপাশ ও পুকুরে খোঁজা-খুঁজি শুরু করি। অনেক খোঁজাখুজির পর হঠাৎ একজন পুকুরে তাকে দেখতে পায়। সাথে সাথে আমরা তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত্যু ঘোষণা করেন।

তিনি আরও জানান,আমার মেয়ের শশুর বাড়ি মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায়। নিহত শিশুর পিতার নাম জহিরুল হক রাসেল। তিনি ডাচ বাংলা ব্যাংকের বিশ্বনাথ সিলেট ব্যাঞ্চে চাকুরি করেন। শিশু রুহান তার একমাত্র  সন্তান।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন আক্তার বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে ।
রুহানের মর্মান্তিক মৃত্যুতে বিয়ে বাড়িতে চলছে শোকর মাতন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর