শুক্রবার, ০২ মে ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন

নাগরপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে সড়ক নির্মাণ কাজ অনুমোদন-এমপি টিটু।

মোঃ আব্দুল্লাহ খিজির, স্টাফ রিপোর্টারঃ / ১৫৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে মোট ৫ টি নতুন সড়ক নির্মাণ কাজ অনুমোদন পেয়েছে। এতে বিভিন্ন স্কীমে মোট প্রায় ৮ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। উক্ত সড়ক সমূহের উন্নয়নের ফলে সংশ্লিষ্ট গ্রামীণ এলাকায় যাতায়াতের ক্ষেত্রে আমূল পরিবর্তন সাধিত হবে।

গ্রামীণ অবকাঠামো প্রকল্পে উন্নয়ন বরাদ্দ অনুমোদন প্রসঙ্গে টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি বলেন, নাগরপুরে মোট ৫ টি সড়ক উন্নয়নে অর্থ বরাদ্দ অনুমোদন দেওয়া হয়েছে। অতিদ্রুত এইসব সড়কে কাজ শুরু হবে। নাগরপুর বাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উল্লেখ্য, গত ১৭ জুলাই স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর টাঙ্গাইল জেলা উন্নয়ন প্রকল্পে নাগরপুর উপজেলায় ৫ টি সড়কের জন্য মোট ৭,৯৯,৯০,২৪৪ টাকা বরাদ্দ অনুমোদন করে। এতে উপজেলার ভেংগুলিয়া- হেরেন্ডেপাড়া মাঝি পাড়া বটগাছ ভায়া ভেঙ্গুলিয়া খেয়াঘাট রাস্তা বিসি দ্বারা উন্নয়ন (চেই: ২১৯০-৩৪৩০ মিঃ), কোনড়া- বাগজান রাস্তা বিসি দ্বারা উন্নয়ন (চেই: ৬০০-২৫০২ মিঃ), ধুবড়িয়া-চৌহালী সড়ক- বিষমপুর ভায়া চকগদাধর রাস্তা বিসি দ্বারা উন্নয়ন (চেই: ১৫০০-৩৩০০ মিঃ), গয়হাটা ইউপিসি অফিস-বেকড়া ভিলেজ রাস্তা বিসি দ্বারা উন্নয়ন (চেই: ১৭৫০-২৩৪৫ মিঃ), ভাদ্রা আরএইচডি-টেপরি রাস্তা বিসি দ্বারা উন্নয়ন (চেই: ৫৬০-২০৬০ মিঃ) কাজ বাস্তবায়ন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর