মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৭:২৭ পূর্বাহ্ন

দেওয়ানগঞ্জে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার, আটক-১।

ফরিদুল ইসলাম, দেওয়ানগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃ / ৮৩৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

ফরিদুল ইসলাম,দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জে নিখোঁজের একদিন পর একটি ঝুপড়ি থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
উপজেলার পাররামরামপুর ইউনিয়ন থেকে গতকাল রবিবার ২২ অক্টোবর সন্ধ্যার পর নিখোঁজ হয় ভ্যানচালক আশরাফুল।
সোমবার (২৩ অক্টোবর ২০২৩) দুপুরে ঝালোরচর ব্রহ্মপুত্র নদ-তীরবর্তী একটি ঝোঁপঝার থেকে তার লাশ উদ্ধার করেন দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আশরাফুল (১৫) পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া বাজার এলাকার মো: শহিদ মিয়ার ছেলে ও তারাটিয়া আলহাজ্ব লাল মাহমুদ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। লেখাপড়ার পাশাপাশি তাদের নিজস্ব ভ্যানটি চালিয়ে পড়াশুনা খরচ চালান তিনি।
এ ঘটনায় আটককৃত নয়ন মিয়া একই গ্রামের মো. মহল মিয়ার ছেলে।
আটককৃত নয়ন মিয়ার ভাষ্যমতে, গতকাল সন্ধ্যায় আশরাফুল ইসলামের ভ্যান গাড়িসহ দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে বের হয়। তারাটিয়া থেকে দেওয়ানগঞ্জ যাওয়ার মাঝামাঝি বাসেতপুর গ্রামে একটি নির্জন এলাকায় দাঁড়ান। পরে নয়নসহ আরো তিনজন মিলে ইট দিয়ে তার মাথায় আঘাত করে হত্যা করা হয়। পরে বাসেতপুর গ্রামের একটি ঝোপঝাড়ের মধ্যে তার লাশ রেখে গাড়িটি বিক্রির উদ্দেশ্যে দেওয়ানগঞ্জ নিয়ে যায়। দেওয়ানগঞ্জ বাজারে গাড়িটি বিক্রির জন্য লোকজনদের বলেন।পরে স্থানীয় লোকজন তার পায়ে রক্তের চিহ্ন দেখে দেওয়ানগঞ্জ মডেল থানায় খবর দেন। এরপর তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যায় এই হত্যাকাণ্ডের আসল রহস্য। নয়নের সহযোগিতায় দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ আশরাফুলের মরদেহটি বাসেতপুর গ্রাম থেকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ মডেল থানায় আনা হয়। পরে আশরাফুলের পরিবার আশরাফুলের লাশটি সনাক্ত করেন।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ সার্কেল অফিসার সুমন কান্তি জানান, লাশ সনাক্ত করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে এ ঘটনায় একজনকে আটক করেছে দেওয়ানগঞ্জ থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর