বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১১:১২ অপরাহ্ন

ঋণের জ্বালা সইতে না পেরে যুবকের আত্মহত্যা।

নাহিদ মিয়া,মাধবপুর(সিলেট)প্রতিনিধি। / ১৬৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
হবিগঞ্জের মাধবপুরের চৌমুহনী ইউনিয়নে জয়পুর গ্রামে ঋণ পরিশোধের চাপ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে মারা গেছে মোঃ লাল মিয়া (৪০) নামের এক ব্যক্তি।লাল মিয়া জয়পুর গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে।
সোমবার (৩০ অক্টোবর) বিকাল ৩ টায় শশুরবাড়িতে ঘরের আড়ার সাথে ফাঁস দেয় লাল মিয়া।স্বজনেরা উদ্ধার করে দ্রুত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক লাল মিয়াকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, লাল মিয়ার বাড়ি রংপুর জেলায়।প্রায় ২০ বছর আগে জয়পুর গ্রামের রমজান মিয়ার মেয়ে মর্জিনা বেগমের সাথে তার বিয়ে হয়।লাল মিয়া মর্জিনা দম্পতির ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে।লাল মিয়ার শ্যালক কামাল হোসেন জানান,বিভিন্ন ব্যাংক থেকে পারিবারিক প্রয়োজনে অনেক টাকা ঋণ নিয়েছিলেন তিনি।ঋণ পরিশোধের জন্য ক্রমাগত চাপ দিচ্ছিল ঋণদানকারী প্রতিষ্টানগুলো।কিন্তু কোনোভাবেই ঋণ শোধ করতে না পেরে মানসিকভাবে ভেঙ্গে পড়েন তিনি।
লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতকারী পুলিশ কর্মকর্তা মাধবপুর থানার এসআই মনিরুজ্জামান জানান,লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। থানার ওসি মোঃ রকিবুল ইসলাম খান জানান,তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর