শুক্রবার, ০২ মে ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন

গোদাগাড়ী মডেল থানা উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ পালন।

রবিউল ইসলাম মিনাল,গোদাগাড়ী(রাজশাহী) প্রতিনিধিঃ / ১৭৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

রবিউল ইসলাম মিনাল,গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ

রাজশাহীর গোদাগাড়ীতে আজ শনিবার দেশব্যাপী পালিত হচ্ছে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’। আজ ৪ নভেম্বর শনিবার ২০২৩ রাজশাহীর গোদাগাড়ী মডেল থানা চত্বরে দিবসটি পালন করা হয়েছে।
​​​​​র‌্যালী, আলোচনাসভা, শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্যদের পুরস্কার প্রদানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষে গোদাগাড়ী তানোরের সার্কেল এএসপি জনাব সোহেল রানা তার বক্তব্যে বলেন কমিউনিটি পুলিশিং একটি সংগঠনভিত্তিক দর্শন ও ব্যবস্থাপনা, যা জনগণকে সম্পৃক্ত করে জনগণ ও পুলিশের অংশীদারিত্বের ভিত্তিতে সমাজে অপরাধ ভীতি হ্রাস ও বিভিন্ন সমস্যা সমাধান করা যায়। এটি একটি গণমুখী,প্রতিরোধমূলক এবং সমস্যা সমাধানমূলক পুলিশি ব্যবস্থা।

এসময় উপস্থিত ছিলেন,পৌর মেয়র জনাব অয়েজ উদ্দিন বিশ্বাস গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব আব্দুল মতিনসহ সাংবাদিক, অনলাইন, প্রিন্ট,মিডিয়া, ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

কমিউনিটি পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে স্কুল/কলেজের ছাত্র-ছাত্রীদেরকে পুলিশের কাজে সহযোগিতা, অপরাধ বিরোধী সচেতনতা তৈরি, বাল্যবিবাহ রোধ, ইভটিজিং প্রতিরোধ, জঙ্গিবাদ দমন, সন্ত্রাস দমন, মাদকের কুফল, নারী ও শিশু নির্যাতন, যৌতুক নিরোধ, মোবাইল ফোনের অপব্যবহার, সামাজিক মূল্যবোধ বৃদ্ধি ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়। চলমান কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশ-জনগণের মিথস্ক্রিয়ার ফলে পুলিশের কাজে জনগণের আস্থা, অংশগ্রহণ, সহযোগিতা ও অংশীদারিত্ব বৃদ্ধি পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর