হাবিবুল হাসান,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি- নীলফামারীর ডিমলায় অবৈধভাবে নদীর পাড় হতে বালু উত্তোলন করার সময় এক ট্রাক্টর মালিককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে।
আজ ৪ঠা নভেম্বর (শনিবার) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিউটিভ ম্যাজিষ্ট্রেট ফারজানা আখতার। জানা যায় গয়াবাড়ী খুটারপুল নামক স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু বোঝাই টাক্টরের মালিককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আখতার বলেন, গয়াবাড়ি ইউনিয়নের মতির বাজার গ্রামের শফিয়ার রহমান দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছে এমন অভিযোগ পাওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশের সহযোগীতায় ট্রাক্টর আটক করে জরিমানা করা হয়। এ বিষয় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।