শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন

গোদাগাড়ীতে গলায় ফাঁস দিয়ে সুইটির আত্মহত্যা।

রবিউল ইসলাম মিনাল,গোদাগাড়ী(রাজশাহী) প্রতিনিধিঃ / ১৮৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ

রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকার এক নম্বর ওয়ার্ডের সিএনবি কসাইপাড়া সুইটির মোর নামক এলাকায় মঙ্গলবার ৭ অক্টোবর বিকাল সাড়ে ৪ টার দিকে নিজ বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে সুইটি (৩৫)নামের গৃহবধূ আত্মহত্যা করেছে।নিহত সুইটি কসাইপাড়া গ্রামের ওসমান আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায় ৬ দিন আগে জেল থেকে জামিন পেয়েছে। সুইটি গতকাল রাতে রুমে ঢুকে দরজা বন্ধ করে বসেছিলো। আজকে সকাল বেলা তার স্বামী ওসমানকে কোর্টে হাজিরা দেওয়ার জন্য টাকা দিতে বের হন। এরপর
সারাদিন বের হননি বিকাল চারটার দিকে কোট থেকে বাসায় এসে দরজা লাগানো দেখে দরজায় নক করেন। অনেকক্ষণ ধাক্কা ধাক্কির পর সারা শব্দ না পেয়ে রডেস সাবল দিয়ে দরজা ভেঙে ঘরে ডুকে সুইটির ঝুলন্ত লাশ দেখে চিৎকার করে ওঠে স্বামী ওসমান ও তার সহযোগী আরিফ।
এ সময় কান্নাকাটির আওয়াজে এলাকাবাসী জানতে পারে সুইটি গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

এ বিষয়ে গোদাগাড়ীর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুল মতিন এর সঙ্গে কথা হলে তিনি জানান
সুইটি নামের একজনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে,ময়না তদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর