বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৭:১৫ অপরাহ্ন

রাণীশংকৈল পৌর যুবলীগের কমিটি গঠন সভাপতি আলী সম্পাদক গপেশ।

আনোয়ার হোসেন আকাশ,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ / ২১৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঠাকুরগাঁও রাণীশংকৈল পৌরসভা শাখার ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে আনোয়ার হোসেন ওরফে আলীকে সভাপতি ও গপেশ বসাককে সাধারণ সম্পাদক পদে ঘোষনা করা হয়েছে।
গত ৬ নভেম্বর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক রমজান আলী স্বাক্ষরিত ৬১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়। তিন বছর মেয়াদী এ কমিটিতে জিয়াউল ইসলাম জিয়াকে জৈষ্ঠ্য সহ-সভাপতি করে মোট ৭ জনকে সহ-সভাপতি, চন্দন বসাককে জৈষ্ঠ্য যুগ্ন-সম্পাদক করে মোট তিন জন যুগ্ন সম্পাদক করা হয়েছে।
একইভাবে সাংগঠনিক সম্পাদক পদে মো: রকিসহ তিনজন, প্রচার প্রকাশনা সম্পাদক, অর্থ সম্পাদকসহ অন্যান্য পদে মোট ২৩ জনকে মনোনীত করা হয়েছে। একইভাবে ২৩ জনকে কাযর্করী কমিটির নির্বাহী সদস্য করা হয়েছে।
ঘোষিত পৌর যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আলী বলেন, ৬১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করে ঘোষনা করা হয়েছে। এ কমিটিতে ছাত্রলীগের সাবেক নেতাদের মূল্যয়ন করা হয়েছে। ছাত্রলীগের পদধারী সাবেক নেতাদের এ কমিটির বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, এবারের কমিটি সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী কমিটি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর