শনিবার, ০৩ মে ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন

মৌলভীবাজারে হরতালের সমর্থনে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল।

জালাল উদ্দিন, নিজেস্ব প্রতিবেদকঃ / ১৪৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক জালাল উদ্দিন। বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও নির্বাচনের তফসিল বাতিলের দাবীতে মৌলভীবাজার জেলা বিএনপি হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করেছে।
সোমবার ২০ নভেম্বর ২০২৩ইং, বিকাল তিনটার সময় শহরের পুরাতন হাসপাতাল সড়কে বাজার স্কুলের সামন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এর পর মিছিলটি সৈয়দ সিকন্দর আলী সড়কে গিয়ে শেষ হয়।
হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন- জেলা বিএনপির সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইসহাক আহমদ চৌধুরী মামনুন, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান।
এ সময় বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মীর শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক মঞ্জু হক, সহ-সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজল মাহমুদ, সদর উপজেলা যুব বিষয়ক সম্পাদক ওয়াহাবুর রহমান রুমেল, সাবেক যুবনেতা সৈয়দ রুমেল আহমদ, জেলা তাতিদলের সাবেক সদস্য সচিব জগলু আহমদ, সদর উপজেলা যুবদলের সদস্য আবেদ আলী, যুবদল নেতা আবু সুফিয়ান সিপন, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জুনেদ আলম, সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক তানিম আহমেদ ও ছাত্রনেতা পাপ্পু প্রমুখ উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নেতৃবৃন্দরা বক্তব্যে বলেন, আমাদের আন্দোলন সফলতার চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। সরকারের বিরুদ্ধে চারদিক থেকে অন্ধকার ধেয়ে আসছে। অবৈধ সরকার মসনদ আর ধরে রাখতে পারবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন জনগণ হতে দেবে না। অচিরেই সরকার পদত্যাগ করতে বাধ্য হবে।
মিছিলে অংশ নেওয়া নেতৃবৃন্দরা আরও বলেন, আগের মতো প্রহসনের নির্বাচন করলে জনগণ মানবে না, সারা বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে সারা দেশ অচল করে দেওয়া হবে বলে জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর