বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০২:১৯ অপরাহ্ন

চরআমখাওয়া ইউনিয়নে সমন্বিত মানব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন।

ফরিদুল ইসলাম, দেওয়ানগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃ / ৫৮৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র এর বাস্তবায়নে আইসিভিজিডি প্রকল্পের সদস্যদের সমন্বিত মানব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। ২৯ নভেম্বর বুধবার সকাল ১০টার সময় ইউনিয়নের চরমাদার গ্রামে, গ্রাম পুলিশ আবু সাঈদ এর বাড়ি ভেন্যুতে এ সেশন উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন চরআমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউল ইসলাম জিয়া, ইউপি সদস্য মেহের আলী। সমন্বিত মানব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষক মোঃ ফরিদুল ইসলাম এর সেশন পরিচালনায় উপস্থিত ছিলেন দায়িত্ব প্রাপ্ত লাইভলীহুড ফ্যাসিলিটেটর (এলএফ) আবু হাসনাত সরকার, লাইভলীহুড ফ্যাসিলিটেটর (এলএফ) আব্দুল্লাহ প্রমুখ। চার দিনের সেশনে সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত একদলের ২৫ জন সদস্য এবং ২টা হতে ৫টা পর্যন্ত আরেক দলের ২৫ জন সদস্যের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। পর্যায়ক্রমে চরআমখাওয়া ইউনিয়নের ২১টি দলের ৫০১ জন সদস্য প্রশিক্ষণে অংশ গ্রহণ করবেন।
চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া প্রশিক্ষণের অংশগ্রহণতারীদের শুভেচ্ছা জানিয়ে প্রশিক্ষণ উদ্বোধন ঘোষণা করেন। তিনি আরোও বলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র এর বাস্তবায়নে আইসিভিজিডি প্রকল্পের সকল কলাকৌশলী, কর্মকর্তা, মাঠকর্মী ও সদস্যের সার্বিক মঙ্গল কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর